ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

শাম্মী আহমেদকে ডেনমার্ক আওয়ামী লীগের অভিনন্দন

প্রবাস ডেস্ক | ডেনমার্ক | প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৪ জুলাই ২০১৭

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাম্মী আহমেদকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডেনমার্ক আওয়ামী লীগ।

সংগঠনটির সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান; সহ-সভাপতি খোকন মজুমদার, নাসির উদ্দিন সরকার, জাহিদ চৌধুরী বাবু; যুগ্ম-সম্পাদক নাঈম বাবু, নুরুল ইসলাম টিটু, সফিউল সাফি; সাংগঠনিক সম্পাদক সরদার সাইদুর রহমান, মোহাম্মদ সেলিম, গোলাম কিবরিয়া শামীম এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

এ ছাড়া বিবৃতে ডেনমার্ক আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, মাহবুবুল হক, রাফায়েত হোসেন মিঠু, রিয়াজুল হাসনাত রুবেল, জাহিদুল ইসলাম কামরুল, সাইফুল আলম, ইনসান ভইয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ মোসাদ্দিকুর রহমান রাসেল, রাজু আহম্মদ, মোহাম্মদ আশরাফ ফরাদ, মশিউর রহমান শাওন, রনি, ওমর, আমির জীবন, ফজলে রাব্বি, সামসুল আলম, সোহেল আহমেদ, সাফায়েত অন্তর, শামীম খান, তাসবির হোসেন, মাঞ্জুর আহমেদ মামুন, মনসর আহমেদ, মোহাম্মাদ ইউসুফ, মাসুম বিল্লাহ, শাওন রহমান, সাইদুর রহমান, নাজমুল ইসলাম, আরিফুল ইসলাম, হাসান শাহীন, তুহীন, আরিফুল হক আরিফ, আজাদুর রহমান, রাজ্জাক, নাজমুল হোসেন, দোলনসহ অন্যান্য নেতাকর্মীরা সম্মতি জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হিসেনে শাম্মী আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মনোনয়ন দিয়েছেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ তারিখে অনুষ্ঠিত ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে তাদের এই মনোনয়ন দিয়েছেন।

শাম্মী আহমেদ বঙ্গবন্ধুর সময়কার রাজনীতিক মহিউদ্দিন আহমদের মেয়ে। মহিউদ্দিন বরিশাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অনেক দিন প্রবাসে থাকা শাম্মী আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির এশিয়া প্যাসিফিক অঞ্চলে দায়িত্ব পালন করেছিলেন। গত বছর কাউন্সিলের পর শাম্মীকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছিল। এবার তার পদোন্নতি হলো।

আরএস/পিআর

আরও পড়ুন