কাতারে গোপালগঞ্জ সমিতির নতুন কমিটির অভিষেক
কাতারে গোপালগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহা-জাদিদ ঢাকা রেস্টুরেন্টে এটি অুনষ্ঠিত হয় ।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আবু মুসার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নওশের আলী মোল্লা।
সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক পরশ মোল্লা, আওয়ামী নেতা নজরুল ইসলাম, কপিল উদ্দিন, আবু রায়হান, নুর মোহাম্মদ, যুবলীগ নেতা কাজী আশরাফ হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যা যা করার দরকার তা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তা করে যাচ্ছে, প্রবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ সবার কাছে আরো ভালভাবে তুলে ধরার আহ্বান জানান।
এআরএস/এমএস
সর্বশেষ - প্রবাস
- ১ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ২ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৩ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৪ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের
- ৫ সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত দেওয়া হলো বাংলাদেশিদের