আবুধাবিতে কার্গো ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার
আবুধাবিতে কার্গো ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) মুসাফফাহ ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হল রুমে সংগঠনের সভাপতি মো. আলম তৌহিদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়।
সংগঠনের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম ও নুরুল আবছারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবদুল সালাম তালুকদার।
আরও বক্তব্য রাখেন নাসির তালুকদার, ইকবাল আহমেদ চৌধুরী, ড. তাইমুর শরিফ, ড. আবু রেজা, ইকবাল আহমেদ, কামাল আবদুল নাসের প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের বিরাট একটি অংশ এখন প্রবাসে বসবাস করছে। তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় মালামাল বিদেশ থেকে কার্গোর মাধ্যমে পাঠানোর জন্য ব্যাগেজ নীতিমালা প্রণয়নের দাবি জানান। বর্তমানে প্রবাসবান্ধব সরকার প্রবাসীদের দাবি মেনে নিয়ে চলতি বাজেটের মাঝে নতুন নীতিমালা করে সুফলের আশা প্রকাশ করেছেন প্রবাসীরা।
সমিতির সাধারণ সম্পাদক নুরুল আবছারের ছেলে আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত আনাছের জন্য দোয়া করা হয়।
এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ২ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৩ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৪ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের
- ৫ সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত দেওয়া হলো বাংলাদেশিদের