আমিরাতে মিরসরাই সমিতির ইফতার
রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে মিরসরাই সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) শারজাহ এশিয়ান প্যালেস হল রুমে সমিতির প্রধান উপদেষ্টা এম এ হাশেম ভুঁইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির প্রচার প্রকাশনা সম্পাদক মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমাইয়া প্রপার্টি ডেভেলপমেন্ট গ্রুফ অব কোম্পানির চেয়ারম্যান ফখরুল ইসলাম খান (সিআইপি)। প্রধান বক্তা সমাজ সেবক জাফর উল্লাহ, বিশেষ অতিথি সমাজ সেবক মো. ইউছুপ শারিফ টিপু, ব্রিটিশ কাউন্সিল কান্ট্রি ম্যানেজার মো. নাইমুর রহমান, সমিতির উপদেষ্টা মুসলিম উদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, আমিরাত জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মো. মুসা, আন্তর্জাতিক উপদেষ্টা মো. জাফর উদ্দিন ভূঁইয়া, সালাউদ্দিন হেলাল, নাজিম উদ্দিন, শরীফ খোকন প্রমুখ।
মাওলানা হাজী মকসুদ আহম্মদের সৌজন্যে অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মানে ইফতার ও রাতের খাবারে বুফে মেনুর আয়োজন করা হয়।
এমআরএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ২ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৩ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৪ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের
- ৫ সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত দেওয়া হলো বাংলাদেশিদের