কুয়েতে সালাতুল ক্কিয়াম পালন
‘লাইলাতুল কদর’ অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। এ রাতে ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। রমজান মাসের শেষ ১০ রাতে ‘লাইলাতুল কদর’ সন্ধান করার কথা হাদিসে বলা হয়েছে। লাইলাতুল কদর লাভের উদ্দেশ্যে কুয়েতে সালাতুল ক্বিয়াম পালন করা হয়েছে।
রমজানের শেষের ১০ দিন জামাতের সহিত এ সালাত আদায় করা হয়। রাসুলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষের ১০ দিন ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ ১০ রাতে বিজোড় রাত গুলোতে তোমরা শবে কদর সন্ধান কর।
কুয়েতে গত বৃহস্পতিবার রাত হতে সালাতুল ক্কিয়াম শুরু হয়েছে। কুয়েতের প্রতিটি মসজিদে রাত ১২টা থেকে ৮ রাকাআত সালাতুল ক্কিয়াম পড়ানো হয়।
এছাড়াও স্থানীয় আরবীদের পাশাপাশি প্রবাসীরা মসজিদে অধিক রাত পর্যন্ত কুরআন তেলাওয়াত ও জিকির-আজকারে মশগুল থাকেন।
এআরএস/জেআইএম
সর্বশেষ - প্রবাস
- ১ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
- ২ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ৩ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৪ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৫ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের