ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েতে আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৬ জুন ২০১৭

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত মহানগর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েত সিটির গুলশান হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কুয়েত মহানগর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম হাসান বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েতের আহ্বায়ক ও কুয়েত কমিউনিটির সভাপতি কাজী শহিদ ইসলাম পাপুল। বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আরশাক আলী ফেরদৌস,  সদস্য সচিব শ.ম. জাহাঙ্গীর কাদের। আরও বক্তব্য দেন গিয়াস উদ্দিন আব্দুর রহমান, বাহার উদ্দিন, আজাদ মেম্বার, আব্দুল আজিজ, মোহাম্মদ আনিছুজ্জামান মিলন প্রমুখ।

2017Mayসভাপতি (সালমিয়া শাখা) শাহআলম ভুট্টু, সভাপতি (হাওয়ালী শাখা) আব্দুর সাত্তার, সভাপতি (জাবরিয়া শাখা) নয়ন মোল্লা, সভাপতি (ফরওয়ানিয়া শাখা) সাখাওয়াত হোসেন মুন্না, সভাপতি (হাসাবিয়া শাখা) আব্দুর রহমান, সভাপতি (রিয়াগাই শাখা) মো মোস্তফা, সভাপতি (ফাহিল শাখা) আবুল হোসেন, সভাপতি (জাহারা সানাইয়া শাখা) আব্দুল জলিল, সভাপতি (আমরা মুক্তিযোদ্ধার সন্তান) আনিসুল হক সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বেল্লাল উদ্দিন , সোহাগ গাজী, কবির হোসেন, মো কাদের, মোশারফ আনোয়ার, সৈয়দ সহিদ, ইয়াসিন রানা, জসিম উদ্দিন ইমন, আলী হোসেন, শাহাদাত হোসেন, সাপাত আলী, মিলন্ট হোসেনসহ বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেডএ

 

 




আরও পড়ুন