ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো নিয়ে রোম দূতাবাসে আলোচনা

প্রকাশিত: ০২:৫৯ এএম, ১৬ জুন ২০১৭

ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠাতে করণীয় বিষয় নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে রোম বাংলাদেশ দূতাবাস। আগামী ১৯ জুন (সোমবার) দূতাবাস কার্যালয়ে ওয়েজ আনার্স কল্যাণ বোডের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে।

দূতাবাসের প্রথম সচিব আরফানুল হক ও কাউন্সিলর শেখ শামীম আহমেদ বিষয়টি যৌথভাবে নিশ্চিত করেছেন।

জানা গেছে, কোনো প্রবাসী মারা গেলে তার মরদেহ দেশে পৌঁছানোর পর ওই প্রবাসীর পরিবার বিমানবন্দর থেকে প্রথমে ৩৫ হাজার টাকা এবং পরে ওয়েজ আনার্স বোডের সদস্য পদগ্রহণ করে আরও ৩ লাখ টাকা পাবে। এ ব্যপারে ইতালি কমিউনিটি শীর্ষ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে দূতাবাসের ইফতার অনুষ্ঠানে রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার সংক্ষিপ্ত আলোচনা করেছেন।

এ ছাড়া আগামী ১৯ জুনের সভায় প্রবাসীদের মরদেহ দেশে পৌঁছতে এবং যে ধরনের সুযোগ-সুবিধা প্রবাসীরা পেতে পারেন তা নিয়ে আলোচনা করা হবে।

আরএস/এমএস