কোরআন ও মহানবীর আদর্শ মানবজাতির মুক্তির পথ
কোরআনের দেখানো পথ ও মহানবীর আদর্শ মানবজাতির মুক্তির একমাত্র পথ। মানবকে সম্পদে পরিণত করতে মানুষের প্রতি যত্নবান হতে হবে। দুবাই আল-নাসের লিজারল্যান্ডে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সম্প্রতি মুসলিম মিল্লাতের উপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মো. বিন রাশেদ আল-মাকতুমের তত্ত্বাবধানে দুবাই আন্তর্জাতিক আল-কোরআন পুরস্কার সংস্থা কর্তৃক আয়োজিত ‘মানব সম্পদ উন্নয়নে রোজার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে কোরআন তেলাওয়াত করেন ২১তম দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অংশ নেয়া হাফেজ তরিকুল ইসলাম।
মো. আকবরের পরিচালনায় আল-কোরআন পুরস্কার সংস্থার পাবলিক রিলেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট খালিদ হাসান আল-মাজরুকীর সভাপতিত্বে সেমিনারে মূল বিষয় আলোচনা করেন চট্টগ্রাম আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আল আজহারী।
এমআরএম/পিআর