ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েতে রেমিট্যান্স বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৬:১৫ এএম, ২৪ মে ২০১৭

বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে কুয়েতে ‘প্রবাসীদের অর্থ বাংলাদেশের গর্ব’ শীর্ষক রেমিট্যান্স বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কুয়েতের আব্বাসিয়া কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি ও কুয়েত বঙ্গবন্ধু স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী শহিদ ইসলাম পাপুল। এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মার্কেটাইল ব্যাংকের চেয়ারম্যান এ কে এম শহিদুল আহসান, মার্কেটাইল ব্যাংকের পরিচালক কাজী মসিউল রহমান, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খান, কুয়েত দূতাবাসের সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারি।

সেমিনারে বক্তারা অবৈধ পথে হুন্ডি ও বিকাশে টাকা পাঠানোর অপকারিতা ও বৈধ পথে টাকা পাঠানোর উপকারিতা তুলে ধরেন।

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন,  প্রবাসীদের অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবৈধ উপায়ে দেশে টাকা না পাঠানেরা পরামর্শ দেন তিনি।

এমআরএম/এসআর/আরআইপি

আরও পড়ুন