ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কাতারে দুর্ঘটনায় আহত ৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

প্রকাশিত: ১০:৪২ এএম, ১৮ মে ২০১৭

কাতারের রাজধানী দোহায় কারখানায় ক্রেন দুর্ঘটনায় সাত বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় দোহার আল খিছা রোডের ২৪ নম্বর ব্রিজের পশ্চিম পাশে আল বান্ডারিয়া কোম্পানির একটি প্রজেক্টে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া নীলফামারীর সুমন মিয়া, গাজীপুর জেলার কাপাসিয়ার মনির হোসেন ও মোহন দাসকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।

আর সিলেটের জকিগঞ্জের মামুনুর রশিদকে দোহা আল ওয়াকরা হামাদ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে বাকি তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) ড. সিরাজুল ইসলাম জাগো নিউজকে জানান, দুর্ঘটনায় ২৫০ জন বাংলাদেশি নিহতের যে সংবাদ ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের তথ্যের সত্যতা পাওয়া যায়নি।

তিনি বলেন, আল ওয়াকরা হামাদ মেডিকেলে আহত সাত বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন। তাদেরসহ আল বান্ডারিয়া কোম্পানি ও কাতারের পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা সাত বাংলাদেশি আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এদিকে এ দুর্ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে পাঁচজন নিহতের খবর প্রকাশ হয়েছে। এর মধ্যে মিসর, নেপাল, ভারত ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।

এমএমএ/জেআইএম

আরও পড়ুন