ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ফ্লোরিডায় ফোবানা কনভেনশন অক্টোবরে

প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৪ মে ২০১৭

চলতি বছরের অক্টোবরের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে ৩ দিনব্যাপী ‘ফোবানা কনভেনশন’। এ কনভেনশনে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিত মেধাবীদের বৃত্তি দেয়া হবে। স্থানীয় সময় শনিবার (১৩ মে) বিকেলে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেসে’ এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফোবানা’র (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা) কর্মকর্তারা জানান, ফ্লোরিডার মায়ামীতে হয়েট রিজেন্সি হোটেলের বলরুমে এই কনভেনশন অনুষ্ঠিত হবে। যার ব্যবস্থাপনায় থাকবে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা।

আয়োজক কমিটির আহ্বায়ক এম রহমান জহির জানান, গত ৩০ বছরের ব্যতয় ঘটিয়ে এবার প্রবাসে জন্মগ্রহণকারী  নতুন প্রজন্মের শিল্পীরাই পারফর্ম করবে। তারা যাতে বাঙালি সংস্কৃতির প্রতি আরও দরদি হয়ে উঠে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে মেতে থাকে-সে লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

এরই মধ্যে ফ্লোরিডার বিভিন্ন সিটির নতুন প্রজন্ম নিজ নিজ অনুষ্ঠানের রিহার্সাল শুরু করে দিয়েছে বলে জানান তিনি।

সংগঠনের সভাপতি মোহাম্মদ এমরান বলেন, অতিথি আপ্যায়নে চ্যাম্পিয়ন মায়ামীর বাঙালিরা। এবারের ফোবানা কনভেনশনেও তার ব্যতিক্রম হবে না।
ফোবানা’র যুগ্ম নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী জানান, ইতোমধ্যে শতাধিক তরুণ-তরুণীর সমন্বয়ে ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সাল শুরু হয়েছে। এরা সকলেই জন্মগত আমেরিকান। তবে সকলেই বাংলায় কথা বলেন ও পুরো অনুষ্ঠানে তাদের সরব উপস্থিতির নিশ্চয়তা পাওয়া গেছে।
অনুষ্ঠানের উপস্থাপনায় বাংলার পাশাপাশি ইংরেজিও থাকবে বলে জানিয়েছেন সম্মেলনের আহ্বায়ক এম রহমান জহির।

প্রধান সমন্বয়কারী আতিকুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান আজাদুল হক, নির্বাহী সচিব এম মাওলা দিলু, প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহেদ মাহফুজ এবং আয়োজক কমিটির মহাসচিব আরিফ আহমেদ আশরাফও বক্তব্য দেন।

সংশ্লিষ্টরা জানান, অনুষ্ঠানে মার্কিন কংগ্রেসের শীর্ষস্থানীয় ব্যক্তি ছাড়াও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বাঙালিদের আমন্ত্রণ জানানো হবে। এবার মেধাবীদের বৃত্তি দেয়ার পাশাপাশি পেশাগতভাবে বিশেষ সাফল্য প্রদর্শনকারী কয়েকজন প্রবাসী বাংলাদেশিকেও সংবর্ধনা দেয়ার পরিকল্পনা।

এবারের ৩১ তম ফোবানা কনভেনশনের বিগত বছরের নেতৃত্বদানকারীদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এমএমএ

আরও পড়ুন