ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

পর্তুগাল ছাত্রলীগের প্রথম সভাপতি রনি সম্পাদক শিপলু

প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০৮ মে ২০১৭

বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন রনি হোসাইন এবং সাধারণ সম্পাদক শিপলু আহমেদ।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল (৭ মে) জেলা ইউনিটের সমমান মর্যাদায় বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার দুই সদস্য বিশিষ্ট এই কমিটিকে অনুমোদন দেয়া হয়।

সভাপতি রনি হোসাইন এর আগে লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। এ ছাড়া সাধারণ সম্পাদক শিপলু আহম্মেদ ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সক্রিয় নেতা।

নতুন দায়িত্ব পেয়ে রনি হোসাইন বলেন, পর্তুগালে বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করাই হবে আমাদের মূল লক্ষ্য।

এমএমজেড/আরএস/জেআইএম

আরও পড়ুন