মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের রানার আপ পুরস্কার
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম রানার আপ পুরস্কার পেয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা। সেরা কালচারাল বুথ- প্রথম রানার আপ-কে পাঁচ হাজার রিঙ্গিত পুরস্কার দেয়া হয়েছে।
সম্প্রতি দেশটির লিমকুক উইং ইউনিভার্সিটিতে প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাংলাদেশসহ ১০০ দেশের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তান দাতো পাডুকা ড. লিম কোক উইং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
তুয়াংকু হাজ্জাহ সুলতানাহ কালসোম বিনতি আবদুল্লাহ, মালয়েশিয়ার রাণী সুলতানা ফাং লিম্বোকিংয়ের মেয়ে দাতো তিফানি মারি, বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি এমএসকে শাহীন, বিএসএমএমর সভাপতি জিয়া, বাংলাদেশ ক্লাবের সাইফুল হক সূর্য, ইব্রাহিম খান, মেহরিন সুলতানা, মো. জুয়েলসহ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ৩০০ বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেন।
মালয়েশিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের বিষয় উল্লেখ করে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’গড়ার আহ্বান জানান দূতাবাসের প্রথম সেক্রেটারি এমসেকে শাহীন। লেখাপড়ার পাশাপাশি বিশ্ব দরবারে দেশীয় কালচার তুলে ধরার আহ্বান জানান তিনি।
এমআরএম/এএইচ/আরআইপি