ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় নিহত দুই শ্রমিকের মরদেহ আসছে মঙ্গলবার

প্রকাশিত: ০৭:২০ এএম, ২৪ এপ্রিল ২০১৭

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত দুই বাংলাদেশি শ্রমিকের মরদেহ আসছে মঙ্গলবার। মালয়েশিয়ান এয়ারলাইন্সের এম এইচ-১৯৬ ফ্লাইটে ঢাকায় তাদের মরদেহ আসবে। মরদেহ দেশে প্রেরণে সেলাঙ্গুরের ভি আর ইন্ডিয়ান কাসকেট কোম্পানি বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন করেছে।

কাসকেট কোম্পানির কর্মকর্তা ভিকে জানান, মরদেহ দুটি দেশে পাঠাতে দূতাবাস কর্মকর্তাদের ঐকান্তিক সহযোগিতায় মঙ্গলবার বাংলাদেশে মরদেহ যাচ্ছে।

শনিবার (২২ এপ্রিল) দেশটির সেলাঙ্গুর রাজ্যের হুলু ল্যাংগাতে ভূমিধসের ঘটনায় এই দুই শ্রমিক নিহত হন। নিহতরা হলেন, বগুড়া জেলার গাবতলি থানার উত্তর পাড়া গ্রামের তমির উদ্দিন সরকারের ছেলে রানা (৩৯), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুরের মো. দুলাল হোসেনের ছেলে মাসুদ রানা (২৩)। নিহতরা ল্যাংগাত-২ পানি শোধনাগারে নির্মাণ শ্রমিক ছিলেন।

নির্মাণস্থলের কাছে একটি খামারবাড়িতে ১১ বাংলাদেশি থাকতেন। তাদের সঙ্গে আরও ৯ ইন্দোনেশিয়ান শ্রমিক ছিলেন। ওই শ্রমিকদের আবাসস্থলের ওপর ভূমিধসের ঘটনা ঘটলে তারা চাপা পড়েন। শনিবার ভোর ৪টায় খবর পেয়ে পুলিশ অনুসন্ধান ও উদ্ধারকারী দল সেখানে পাঠায়।

গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে সেখানে ভূমিধসের এ ঘটনাটি ঘটে।

সোমবার সকালে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল এ প্রতিবেদককে বলেন, মঙ্গলবার ওদের মরদেহ দেশে যাবে। এই দু’জনের মধ্যে একজন বৈধ, অন্যজন অবৈধ।

সচিব বলেন, আমরা দুজনের জন্যই পত্র দিয়েছি। যাতে বাংলাদেশে সকল সহিযোগিতা পায়। দেশে তাদের অভিভাবকরা মরদেহ গ্রহণ করবেন। মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে।

এআরএস/জেআই্এম

আরও পড়ুন