ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

তিন ছাত্রনেতার স্মরণে আমিরাতে দোয়া মাহফিল

প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২২ এপ্রিল ২০১৭

চট্টগ্রাম অঞ্চলের শহীদ তিন ছাত্রনেতার স্মরণে আমিরাতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দীন চৌধুরী।

দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী ছাত্রলীগের সাবেক নেতাদের উদ্যোগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ ফকরুদ্দীন মোহাম্মদ বাবর, রাউজান কলেজের ছাত্র সংসদের সহসভাপতি শহীদ মুজিবুর রহমান স্বপন, নাজিরহাট কলেজের ভিপি শহীদ আমিনুল করিম জাহাঙ্গীরের মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শওকত উল আলম।

সাবেক ছাত্রনেতা সাইফুউদ্দীনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিকিৎসক নুর মোহাম্মদ, প্রকৌশলী আবু জাফর, আয়ুব আলী বাবুল, আল মামুন সরকার, কাজী মোহাম্মদ আলী, ইসমাইল গনি, এম এ মুছা, আব্দুল কাদের সিদ্দীকি, আবুল কাসেম, মোহাম্মদ মুনির, মোহাম্মদ কামাল, মীর আহম্মদ, কামাল উদ্দীন, আবছার, বাদল, মোহাম্মদ হিরু, আরশাদুল আলম হিরু, মোসলেম উদ্দীন, মোহাম্মদ লোকমান, মাকসুদ, জসিম উদ্দীন পলাশ, মোহাম্মদ আবছার হিরা, মোহাম্মদ নিজাম উদ্দীন।

আমিরাতে অবস্থিত বঙ্গবন্ধু পরিষদ, স্মৃতি সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এমআরএম/এসআর

আরও পড়ুন