দুবাইয়ে বৈশাখী মেলায় দর্শনার্থীদের ভিড়
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলের উদ্যোগে অনুষ্ঠিত বৈশাখী মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৯টি স্টলে ব্যাপক দর্শনার্থী সমাগম হয়।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে কনসাল জেনারেল এস বদিরুজ্জামান বৈশাখী মেলার উদ্বোধন করেন।
মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলার বিভিন্ন স্টল ঘুরে-ঘুরে দেখছেন।
মেলায় বরাদ্দ পাওয়া স্টলের মধ্যে রয়েছে, প্রাণ-আরএফএলের স্টল, শ্রীমঙ্গল চটপটি ও টি হাউজ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটি, বাংলার স্বাদ, স্টুডেন্ট এক্সপ্রেস, নবাবী হাউস, আল হারাইমান পারফিউম, চট্টগ্রাম সমিতি, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক, দ্য উরবান রেয়াদেরস, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, ব্র্যাক ব্যাংক ও মীরসরাই সমিতি।
আরও রয়েছে- আরেনা আভালন, জয় রেস্টুরেন্ট, নাবিল নাফিস বৈশাখী রেস্টুরেন্ট, দুবাই আওয়ামী পরিবার স্টল, ঘরোয়া রেস্টুরেন্ট, হুদাইবিয়া রেস্টুরেন্ট, প্রবাসী সাংবাদিক সমিতি, যাক্কাস হুব্বা ফালাফিলা, গোয়াইনঘাটা প্রবাসী ঐক্য পরিষদ, বাংলাদেশ সমিতি শারজাহ, সৈয়দ আহাদ ফাউন্ডেশন, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি, ইনস্ট্যান্ট ক্যাশ ও স্বপ্ন।
এসআর