ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েত দূতাবাসে মুজিবনগর দিবস পালিত

প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৮ এপ্রিল ২০১৭

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় কুয়েত সিটির খালেদিয়ায় দূতাবাস হল রুমে রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দূতাবাস প্রধান ও প্রথম সচিব আনিছুজ্জামানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। এরপর পর্যাক্রমে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন পাসপোর্ট ও ভিসা প্রথম সচিব জহিরুল ইসলাম।

পরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শহীদের আত্মার মাগফেরাত ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কমিউনিটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিএ