পর্তুগাল বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে বিএনপি পর্তুগাল শাখা। দিবসটি উপলক্ষে রোববার (২৬ মার্চ) পর্তুগাল সময় রাত আটটায় রাজধানী লিসবন সিটির ফুড গার্ডেন রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী ইমদাদ হোসেন, সালাহ উদ্দিন, মো. শহীদ উল্লাহ, পর্তুগাল বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অামির সোহেল, মনজুরুল হোসেন জিন্নাহ, খালেদ অাহমেদ মিনহাজ, অালী অাহমেদ লিটন, সাইফ অাহমেদ সুইট, সুমন অাহমেদ, সাইফুল হক, অাব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। আওয়ামী সরকার ইতিহাস বিকৃত করে প্রকৃত সত্য লুকোনোর অপচেষ্টায় লিপ্ত। দেশে বাক স্বাধীনতা নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। বাংলাদেশ অাজ মুক্তি চায়।
স্বাধীনতা দিবস উদযাপনে আগত অতিথি, সাংবাদিক, কর্মী, সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার।
আরএস