ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৬ মার্চ ২০১৭

সৌদি আরব রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রিয়াদ কেন্দ্রীয় যুবলীগ।

রিয়াদ কেন্দ্রীয় যুবলীগ সভাপতি মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর মাসুদ ও আলী নুর ইসলাম রনি।

এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাচি বিগ্রেডিয়ার জেনারেল মো. শাহ আলম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব। বিশেষ অতিথি হিসেবে রিয়াদ বাংলাদেশের দ্বিতীয় সচিব মো. বশির আহমেদ, শ্রম দ্বিতীয় সচিব মো. শফিকুল ইসলাম, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার মো. শাহলম, রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার কাজী মাসুদুর রহমান, রিয়াদ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইউসুফ খান, ডক্টর রেজাউল করিম, রিয়াদ জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোলেমান বাদশা, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ এম আলমগীর হোসেন, আল খারিজ আওয়ামী পরিষদের সভাপতি মো. ফয়েজ আহমেদ, কর্মজীবী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান দিপু বক্তব্য রাখেন।

অন্যানের মাঝে কৃষিবিদ শামিম আবেদিন, ফয়েজ উদ্দিন লাবলু, মাঝহারুল ইসলাম রুবেল, জিয়া উদ্দিন বাবলু, ফজলুর রহমান, সাইফুল ইসলাম, গাজী আলী হোসেন, মো. আতিকুল ইসলাম, সুমন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন আহ্বায়ক আবদুল আহাদ নয়ন ও সদস্য সচিব মো. আতিক খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নিজাম উদ্দিন জন্টু।

আরএস