রোমে জাতীয় গণহত্যা দিবস পালন
আলোচনা সভা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠের মধ্য দিয়ে ইতালির রোমে জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে।
শনিবার ২৫ মার্চ দিবসটি উপলক্ষ্যে রোমের বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
দূতাবাসের প্রথম সচিব এরফানুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন দূতাবাসের দ্বিতীয় সচিব ইরিন ইসলাম জুলি ও কাউন্সিলর রফিকুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন, ইকোনমিক কাউন্সিলর ড. মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সহ সভাপতি কেএম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা শেখ শামীম আহমেদ, ইফতেকার আলম কনক, মোক্তার জামান, শেখ মামুন প্রমুখ সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গণহত্যারকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়ে দিবসটি প্রথমবারের মতো জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনের জন্য কাজ করে যাচ্ছেন। সভায় গণহত্যার শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।
এসআর/এমএস