ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ডেনমার্কে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

প্রকাশিত: ১১:৩০ পিএম, ১৮ মার্চ ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাণী পাঠ করে শোনান দূতাবাসের হেড অব চ্যান্সারি শাকিল শাহরিয়ার।

রাষ্ট্রদূত এম মুহিত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, সাহসিকতা ও আত্মবিশ্বাসের অসম্ভব সমন্বয় ছিল। একজন নেতা তার দেশের মানুষকে মর্যাদাপূর্ণ পরিচয়ের আলোকে কি অপরিসীম সাহসিকতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান আলিম, মাহবুবুল হক, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু , সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, মাহবুবুর রহমান, খোকন মজুমদার, জাহিদ চৌধুরী, মোহাম্মদ শহীদ, কণ্ঠশিল্পী সাইয়ীদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

এমআরএম

 

আরও পড়ুন