ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রোমে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৮ মার্চ ২০১৭

ইতালির রাজধানী রোমে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ১৭ মাচ রোমের তরপিনাতারার ভিয়া কাপুয়া-৪ (বাংলা স্কুল) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশন, বৃহত্তর ঢাকা সমিতি, বৃহত্তর ফরিদপুর সমিতি, বৃহত্তর কুমিল্লা সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, বরিশাল বিভাগ সমিতি, বৃহত্তর সিলেট জালালাবাদ, ইউরো এশিয়া কালচার অ্যাসোসিয়েশন, ইপিবিএ ইতালি ও মহিলা সংস্থা ইতালির নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সবার সম্মতিতে বৈশাখ উদযাপনের জন্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে লায়লা শাহকেআর শান্তা সিকদারকে সদস্য সচিব করা হয়।

অন্যদের মধ্যে প্রধান সমন্বয়কারী সানজিদা আহাম্মেদ ববি, প্রধান উপদেষ্টা সুলতানা মোকতার পাখী, সাংস্কৃতিক পর্বের জন্য মনিকা ইসলামকে দায়িত্ব দেয়া হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিগগির সকলের সমন্বয়ে একটি পূণাঙ্গ বৈশাখ উদযাপন কমিটি গঠন করা হবে।

এমএমএ/আরআইপি

আরও পড়ুন