ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে চট্টগ্রাম সমিতির বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৮ মার্চ ২০১৭

সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (১৬ মার্চ) আবুধাবির আল-আইন কিনারা রেস্টুরেন্ট হল রুমে এ সভা  হয়।

এতে সমিতির সভাপতি সালামাত মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসেন, সমিতির সাধারণ সম্পাদক রশিদা শরীফ, কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত শাখার উপদেষ্টা এম এ খায়ের নিজামী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জিমি হেরিটেজ মসজিদের পেশ ইমাম ও সমিতির সিনিয়র সদস্য মুফতি মাওলানা মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং সাংবাদিক মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি।

জেএইচ/এমএমএ/আরআইপি