ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে কুমিল্লা নামে বিভাগের দাবিতে আলোচনা সভা

প্রকাশিত: ১০:৫৩ পিএম, ১২ মার্চ ২০১৭

ইতালির রাজধানী রোমে হাজার বছরের ইতিহাস কুমিল্লা নামে বিভাগ চাই এর দাবিতে আলোচনা সভা হয়েছে।

রোববার ১২ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তরপিনাত্তারাস্থ ৬ নং মিউনিচিপল হলে ইতালি কুমিল্লাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, কুমিল্লা বৃহৎ একটি জেলা। এর মধ্যে মানুষের দৈনন্দিন জীবনে যা যা দরকার সবই রয়েছে। নামী স্কুল, কলেজ, চিকিৎসা ব্যবস্থাসহ সব ধরনের সুযোগ-সুবিধা আছে। তাই আমাদের প্রাণের দাবি কুমিল্লাকে জেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকারি মানচিত্রে এটাকে বিভাগে অন্তর্ভুক্ত করার। কুমিল্লার চারপাশে নাম করা জেলা রয়েছে। প্রতিটি জেলার আছে উল্লেখযোগ্য বিখ্যাত খাবার। এর মধ্যে দেশের জাতীয় মাছ খ্যাত জেলা চাঁদপুরের ইলিশ, কুমিল্লার রসমালাইসহ অন্যান্য জেলার জিনিসপত্র রয়েছে। ফলে ইতিহাসে আরও অনেক জানা অজানা অনেক কিছু থেকে যায়।

commilla

এসময় আরও বক্তব্য রাখেন কাজী আবুল বাসার, কামরুজ্জামান রতন, অ্যাডভোকেট কামরুজ্জামান, মুরাদ হোসেন ভূঁইয়া, আল আমিন বিশ্বাস, একে আজাদ ভূঁইয়া, আবু সহিদ ভূঁইয়া, মো. কামরুজ্জামান, আবদুল আউয়াল, সোহাগ, আলি আহমেদ খোকন, ফারুক, মনোয়ারা বেগম বেবী, আসাদ, রবিউল আলম, মইনুল আলম খোকন, ইব্রাহিম খলিল প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং নোয়াখালীসহ অন্যান্য জেলার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 জেএইচ