ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

জাপানে স্বরলিপি কালচারাল একাডেমির সমাবর্তন

প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০২ মার্চ ২০১৭

সম্প্রতি জাপানে সাংস্কৃতিক সংগঠন ‘স্বরলিপি কালচারাল একাডেমি’র সমাবর্তন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ নিসারুল হাকিম, পরিচালনায় ছিলেন তনুশ্রী বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ মো. নাসিরুল হাকিম বলেন, ২৫ বছর ধরে জাপানে বাংলা কালচার ও সংস্কৃতি-বিষয়ে নিজেরা কাজ করে যাচ্ছি। আমাদের সন্তানদের এবং জাপানি যারা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট আছে সবাইকে বাংলার সংস্কৃতি ও বাংলাদেশি কালচার ধরে রাখতে আমাদের স্কুল চেষ্টা করে যাচ্ছে।

বাংলা ভাষা, নৃত্য, সংগীত শাখায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে সনদ দেয়া হয়। ছাত্র-ছাত্রীরা সনদ গ্রহণ করে আনন্দিত, এই আয়োজনের মাধ্যমে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে প্রবাসী প্রজন্মদের মধ্যে ছড়িয়ে দেয়ার কথাও জানান বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্স কনস্যুলার হাসান আরিফ, কনস্যুলার ড. জিয়াউল আবেদিন।। এছাড়া উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা মুন্সী আজাদ, রওনক হাকিম, বিসিসিআইজের সভাপতি বাদল, শাহিন, সুলতানা প্রমুখ।

এমআরএম/পিআর

আরও পড়ুন