ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

পর্তুগালে নোয়াখালী অ্যাসোসিয়েশনের একুশের অালোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:১৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের আয়োজনে লিসবনের বাংলাদেশি অধ্যুষিত রুয়া দো বেনফরমসো রোডের একটি রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর অালমের সভাপতিত্বে স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে এই অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের সাধারণ সম্পাদক মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মিজানুর রহমান মাসুদ, সহ-সভাপতি শহীদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন, সহ-সাধারণ সাধারণ সম্পাদক আমিনুর রহমান ভূঁইয়া, প্রচার সম্পাদক আল মাসুদ সুমন, সহ-প্রচার সম্পাদক ওমর ফারুক লিটন, অাপ্যায়ন বিষয়ক সম্পাদক আইয়ুব আলী খান ও তবারক হোসেন তপু প্রমুখ।

আলোচনায় সবাই বাংলাদেশের একুশের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে প্রবাসে এই আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তারা বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির শোকের হলেও গর্বের দিন। এই দিনে বাঙালি জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তানদের, সে শোককে শক্তিতে পরিণত করে পেয়েছে স্বাধীনতা। দিনটি স্বীকৃতি লাভ করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।

এর আগে, একুশের প্রথম প্রহরে লিসবনের ক্যাম্প মার্তিরেস দা পাট্রিয়া পার্কে স্থায়ী শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের নেতারা।

অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের অায়োজন করা হয়। বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণারও দাবি জানানো হয়। সভায় সবার সম্মতিতে বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার জন্য বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বরাবর স্মারকলিপি দেয়ার জন্য সিদ্ধান্ত হয়।

এআরএস/এমএস

আরও পড়ুন