রোমে অস্থায়ী শহীদ মিনারে মহিলা সংস্থার শ্রদ্ধা
ইতালির রাজধানী রোমের লারগো প্রেনেসতিনায় সম্মিলিত একুশ উদযাপন কমিটির উদ্যোগে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছে ইতালি শাখা মহিলা সংস্থা।
মঙ্গলবার যথারীতি ঘরির কাঁটা ১২টা ১ মিনিট বাজতেই ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে পুষ্পস্তবক অর্পণ করে এই নারী সংগঠনটি।
এ সময় শান্তা সিকদার, সৈয়দা মাসুদা আক্তার, সানজিদা আহাম্মেদ ববি, মৌসুমি মৃধা, জেসমিন সুলতানা মিরা, পারভীন আক্তার লিপি, শারমিন জাহান সুবর্ণা, মাকসুদা আক্তার, ফৌজিয়া আহম্মেদ, শান্তা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ইবিবিএ ইতালি, বৃহত্তর ঢাকা সমিতি, বাংলাদেশ সমিতি, জালালাবাদ কল্যাণ সংঘ, ঢাকা জেলা সমিতি, বৃহত্তর ঢাকা যুব পরিষদ, ঢাকা সিটি ক্লাব, মানিকগঞ্জ জেলা সমিতি, নারায়ণগঞ্জ যুব পরিষদ এবং ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
পরে তবারক বিতরণ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
বিএ