মালয়েশিয়ায় বাংলা ভাষা ছড়িয়ে দিতে চান বাংলাদেশি তরুণ
বাংলা একাডেমি এবং মালয়েশিয়া ভাষা ইনিস্টিটিউটকে একসূত্রে গাঁথার চেষ্টা করছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি তরুণ মিনহাজ উদ্দিন মিরান। দেশটিতে অবস্থানরত অসংখ্য বাংলাদেশিরা যেন তাদের মাতৃভাষায় বই প্রকাশ করতে পারেন, সে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন, মালয়েশিয়ায় অবস্থানরত ১০ লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীরা যাতে বাংলা ভাষায় বই প্রকাশ করতে পারে সেজন্য আবেদন করেছি। বাংলা একাডেমি ও মালয়েশিয়া জাতীয় ভাষা ইনস্টিটিউটের যৌথ আয়োজনে এ উদ্যোগ নেয়া হয়ছে। তাদেরকে আমাদের ভাষা আন্দোলন ও জাতির জনক ভূমিকা সংবলিত একটি লেখা বাংলা ও মালে ভাষায় দিয়ে এসেছি এবং তাতে আমাদের কিছু অধিকারের কথা জুড়ে দিয়ে এসেছি।
তিনি আরও লিখেছেন, সবচেয়ে গৌরবের বিষয় হচ্ছে সরকারিভাবে কথা চালাচালি হলে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণে সব প্রকার সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন মালয়েশিয়া ভাষা ইনিস্টিটিউটের সম্মানিত ডিরেক্টর জেনারেল প্রফেসর দাতুশ্রী হাজী আব্দুল আজিজ বিন আব্বাস।
জেএইচ/আরআইপি