ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার প্রত্যয় নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ কমিউনিটি কুয়েত। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কুয়েত সিটির মালিয়ায় সুইচবেল প্লাজার হল রুমে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও ফয়েজ কামালের সঞ্চালনায় উক্ত প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন হাজী জুবায়ের আহম্মেদ, বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আকরামুজ্জামান, আওয়ামী লীগ নেতা আতাউল গনি মামুন, আবদুর রব মাওলা, বিএনপি নেতা জালাল আহম্মেদ চুন্নু মোল্লা, কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের ওয়াহীদুর রহমান, এলডিপি কুয়েত সভাপতি জাফর আহম্মদ। সবার সম্মতিক্রমে জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীকে সভাপতি ও ফয়েজ কামালকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে।

কমিউনিটির লক্ষ্য ও করণীয় কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মইন, কবি মোরশেদ আলম বাদল, আলী আব্দুল ওয়াহীদ, মাসুম আহমেদ, শ্রমিক লীগ কুয়েত সাধারণ সম্পাদক কামাল হোসেন, তৌহিদুল আলম, দিদারুল আলম, গিয়াস উদ্দিন, প্রকৌশলী মোশায়েদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলমগীর হোসেন, শাহ নেওয়াজ নজরুল, হান্নান মজুমদার, খোকন জাহারা, সেলিম আহমেদ, সেকান্দর, সফিক আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, পয়সার বিনিময়ে কর্মী কিনে নয় আত্মমানবতার সেবায় স্বেচ্ছায় শ্রম দিবে এমন নেতৃবৃন্দের মাধ্যমে পরিচালিত ও বাংলাদেশ কমিউনিটি কুয়েত কাজ করবে। এই বাংলাদেশ কমিউনিটি কোনো নির্দিষ্ট দলের নয়। দুস্থ ও অসহায় মানুষে কল্যাণে কাজ করবে কমিউনিটি কুয়েত। শুধুমাত্র সভাপতি বা চেয়ারম্যান কিংবা সাধারণ সম্পাদকের নাম ভাঙ্গিয়ে নিজ প্রচারণায় ব্যস্ত থাকার জন্য নয়। যেকোনো বাংলাদেশির সমস্যায় ঝাপিয়ে পড়বে, বিপদ আপদে পাশে থাকবে এই কমিউনিটি।

এছাড়াও উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশির নেতৃস্থানীয় প্রবাসী নেতা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার সর্বস্তরের প্রবাসীরা।

জেএইচ/জেআইএম