আমিরাত আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
সংযুক্ত আরব আমিরাতে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশটির উম্ম আল কোয়াইনে পালমা বিচ হোটেল বল রুম এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ও আমিরাত আওয়ামী যুবলীগের সভাপতি এম সাইফুল আলম সভায় সভাপতিত্ব করেন। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক এস এম নিজাম সাহেবের পরিচালনা বর্ধিত সভায় আমিরাত আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম, আমিরাত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হুসেন মনু, সহ-সভাপতি শেখ কামাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমেদ শিবলু, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ কাইয়ূম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ ইসমাইল উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে দুবাই আওয়ামী যুবলীগের আহ্বায়ক শ্রী সমর শাহ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেজাজ উদ্দিন, সদস্য দিপু প্রধান, শারজাহ আওয়ামী যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, আজমান আওয়ামী যুবলীগের আহ্বায়ক কালাম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম মুন্না, যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন, সদস্য সচিব রুপন শর্মা, সদস্য সুমন আহমেদ, সদস্য প্রিন্স রেদওয়ান আহমদ, আল আইন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোরসেদ, সাধারণ সম্পাদক শেখ সিরাজ ফকির, আবুধাবি মুছাফফা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাজি হান্নান, সদস্য সচিব মাহবুবুল আলম, ছাগলনাইয়া পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএস