ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে পৌঁছেছেন আ জ ম নাছির

প্রকাশিত: ০২:৪৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রাম সিটি কর্পোরেশানের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন সাতদিনের সফরে শুক্রবার আমিরাত পৌঁছেছেন।

আমিরাতের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সদস্য সচিব বেলায়েত হোসেন হিরো জাগো নিউজকে জানান, আ জ ম নাছির ও সফরসঙ্গী তার পরিবারকে বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়।

বিমানবন্দরে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির তালুকদারসহ আমিরাতে অবস্থিত বঙ্গবন্ধু পরিষদের নেতারা, আওয়ামী পরিবারের নেতারা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা মেয়রকে ফুল দিয়ে বরণ করে নেন।

তবে যে গেট দিয়ে আ জ ম নাছিরের বের হওয়ার কথা ছিল সে গেট দিয়ে বের না হয়ে অন্য গেট দিয়ে বের হওয়ার কারণে অপেক্ষায় থেকেও অনেক নেতাকর্মী তার দেখা পাননি। বিমানবন্দর থেকে বের হয়ে আবুধাবির হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলে যান তিনি।  

আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশে আবুধাবি ত্যাগ করার কথা রয়েছে তার।

এনএফ/এমএস