বইমেলায় প্রবাসী ২৬ লেখকের ‘প্রবাসের গল্প ২’
জীবন-জীবিকার সন্ধানে স্বদেশ ছেড়ে স্বপ্নের জীবন সাজাতে বিশ্বের নানা প্রান্তে বাস করছেন প্রায় এক কোটি বাংলাদেশি। এবার অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে এসব প্রবাসীদের মধ্যে ২৬ প্রবাসী লেখকের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা ‘প্রবাসের গল্প ২’।
দেশপ্রেম এবং প্রবাস জীবনের অভিজ্ঞতার সমন্বয়ে লেখা বইটি পাওয়া যাচ্ছে বইঘরের ৪০৬ নম্বর স্টলে। বইটির সম্পাদনায় ছিলেন সৌদি আরবের মদিনা প্রবাসী শাহাদাত হুসাইন।
এই বইতে যারা লিখেছেন তারা হলেন- ড. আ ফ ম খালিদ হোসেন, মোহাম্মাদ লোকমান, তামীম রায়হান, মোহাম্মাদ এনামুল হক, শাহাদাত হুসাইন, মোহাম্মাদ জামাল উদ্দিন, মুহাম্মাদ সাইফুল আলম, আবু তাহের মিয়াজী, আব্দুল্লাহ আল শাহীন, মোহাম্মাদ ইসমাইল, কামরুল হাসান জনি, মাওলানা মুহাম্মাদ ইসহাক খান, মাহবুবা সুলতানা লায়লা, মোহাম্মাদ হাসান মুরাদ, ফরিদ মাহবুব, আমিনুল ইসলাম, ফখরুল ইসলাম, সবুজ কবির, মাসুদ আল মাহদী, মাহমুদুল হাসান চৌধূরী, মোস্তফা কামাল গাজী, ফ ই ম ফরহাদ, মাসুম বিল্লাহ ফিরোজী, ফজলে এলাহী মুজাহিদ, শাহাদাত আল মাহদী ও ওবাইদুল হক।
এই ২৬ লেখকের একজন আমিরাত প্রবাসী লেখক ও সাংবাদিক আব্দুল্লাহ শাহিন এ তথ্য জাগো নিউজকে জানান।
বিএ
সর্বশেষ - প্রবাস
- ১ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ২ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৩ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৪ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের
- ৫ সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত দেওয়া হলো বাংলাদেশিদের