ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কাতারে প্রথমদিনের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:২১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

দেশের সঙ্গে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে কাতারে শুরু হয়েছে ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে কাতার আল হেলাল বাংলাদেশ দূতাবাসে শুরু হয় পরীক্ষা।

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, দূতাবাসের প্রথম সচিব নাজমুল হক, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন।

কাতারে অবস্থিত বাংলাদেশি একমাত্র স্কুল বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে ২৪ জন ছাত্র ও ৪৪ জন ছাত্রী।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ আশা প্রকাশ করেন, প্রতিবারের মতো এবারও কাতার থেকে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে, প্রবাসে বেড়ে ওঠা এসব নতুন প্রজন্ম শিক্ষায় শিক্ষিত হয়ে একদিন বাংলাদেশের নাম বহির্বিশ্বের কাছে উজ্জ্বল করবে।

বিএ