আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাস-আল খাইমাহ হুজাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুহাম্মদ আব্দুর রহিম (৪২) ও মুহাম্মদ আলমগীর (৪৫)। তাদের দুজনেরই বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। আহত মুহাম্মদ আজিমের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তাদের রাস-আল খাইমাহ সাকারি হাসপাতালে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মুহম্মদ ইব্রাহীম জাগো নিউজকে জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে প্রচণ্ড গতিতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি ও হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিনজন। তাদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, এখনও আমরা জানি না, তবে এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।
এমএমজেড/এমএস