ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে ৪শ বাংলাদেশি শ্রমিকের মানবেতর জীবন-যাপন

প্রকাশিত: ১০:৩৫ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ডেলমা ইঞ্জিনিয়ারিং নামে একটি কোম্পানিতে প্রায় ৪০০ প্রবাসী বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবন-যাপন করছেন।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরানসহ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ শ্রমিকদের ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত শ্রমিকদের বলেন, আমাদের লেবার কাউন্সিলরের মাধ্যমে এ মামলা পরিচালনা করা হচ্ছে, চেষ্টা করবো স্থানীয় আদালতে মামলা নিষ্পত্তির জন্য, আমিরাতে বাংলাদেশের বড় বড় যেসব প্রতিষ্ঠান আছে তাদের কাছে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে, সহায্যের হাত বাড়ানোর জন্য।

জানা গেছে, গত ৮ মাসের অধিক সময় ধরে মালিক লাপাত্তা হওয়ায় তারা বিপাকে আছেন। ৭ থেকে ৮ মাস ধরে অনেক শ্রমিক পায়নি তাদের বেতন-ভাতা। ইতোমধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে। হেলথ কার্ডের মেয়াদ না থাকায় অনেকে কঠিন রোগে ভুগলেও চিকিৎসা নিতে পারছেন না। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে থেকে সৃষ্টি হচ্ছে নানা জটিল রোগব্যাধি। দূতাবাস তাদের অন্যত্র কাজের ব্যাবস্থা করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাংলাদেশের কোম্পানিগুলো তাদের দিচ্ছেন রসদ।

প্রায় এক দশক ধরে কোম্পানিটি সুনামের সঙ্গে চললেও গত দেড় বছর থেকে কোম্পানিটি নানাভাবে টালবাহনা করে আসছে। ২০১৫ সালের অক্টোবরের পর থেকে বন্ধ রেখেছে ভিসা আর হেলথ কার্ড নবায়ন। গেল বছর থেকে বন্ধ করেছেন বেতন-ভাতা। ফলে কোম্পানিতে বসবাসরত শ্রমিকেরা পড়ে না জটিলতায়।

বাংলাদেশ দূতাবাস থেকে শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা জানানোর পর তাদের রসদ দিয়েছে বাংলাদেশি মালিকাধীন আলম গ্রুপ অব কোম্পানি। স্থানীয় আদালত অনুমতি দিলে আলম গ্রুপে ২শ শ্রমিকের কর্মসংস্থান করার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির সিনিয়র সেলস ম্যানাজার আব্দুল্লাহ আল হাসান।

তিনি বলেন, দেশটিতে এখন বাংলাদেশের শ্রমিকের ভিসা ট্রাসফার মালিক পরিবর্তন সম্পূর্ণরূপে বন্ধ আছে, তাই স্থানীয় আইন মেনে সব করতে হবে।

বিএ