ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

পর্তুগাল অাওয়ামী লীগ সভাপতির জন্মদিন উদযাপন

প্রকাশিত: ০৩:৩২ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

পর্তুগাল অাওয়ামী লীগ সভাপতি জহিরুল অালম জসিমের জন্মদিন উদযাপন করেছে পর্তুগাল অাওয়ামী লীগ নেতৃবৃন্দ। ৫ জানুয়ারি বৃহস্পতিবার লিসবনস্থ বাংলাদেশ দূতাবাসের একটি অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা কেক কেটে অাওয়ামী লীগ সভাপতির জন্মদিন উদযাপন করেন।

বাংলাদেশের মাদারীপুর জেলার কৃতি এই রাজনীতিক জনপ্রিয়তার শীর্ষে থেকে পর্তুগাল অাওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে অাসছেন। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত এ নেতার বলিষ্ঠ নেতৃত্বগুণে পর্তুগাল অাওয়ামী লীগ ব্যাপক সুনাম কুড়িয়েছে সর্ব-ইউরোপীয় অাওয়ামী লীগে।

বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত ইমতিয়াজ অাহমেদ জন্মদিন উপলক্ষে জহিরুল অালম জসিম`কে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও পর্তুগাল অাওয়ামী লীগ সাধারণ সম্পাদক শওকত ওসমান, সিনিয়র সহ-সভাপতি মিয়া ফরহাদ, সিনিয়র নেতা অাবুল কালাম অাজাদসহ নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

উপস্থিত সকলের উদ্দেশ্যে জহিরুল অালম জসিম বলেন, জন্মদিনে অামার রাজনৈতিক সহকর্মীদের ভালোবাসায় অামি অভিভূত। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই অামার জন্য দোয়া করবেন।

এআরএস/এমএস