ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাত প্রবাসী লোকমানকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়ান

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৭ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ লোকমান হোসেন (৪২) কে বাঁচাতে এগিয়ে আসুন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তিনমাস ধরে রাস আল খাইমাহ শেখ খলীফা হাসপাতালে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি।

তার প্রবাসী ভাই মোহাম্মদ ওসমান জাগো নিউজকে জানান, দীর্ঘ তিন মাসেও  লোকমানের অবস্থার কোনো উন্নতি না হওয়াতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আর রাখতে অপরাগতা জানান। এমন অবস্থায় তাকে নিয়ে কী করবেন, কোথায় যাবেন তা ভেবে পাচ্ছেন না।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তাকে সুস্থ করে তুলতে প্রয়োজন বিপুল অর্থ। এমতাবস্থায় ভাই মোহাম্মদ ওসমান প্রবাসে অবস্থানরত সকল প্রবাসীদের কাছে সাহায্য-সহযোগিতার জন্য আকুল আবেদন জানান।

উল্লেখ্য, মোহাম্মদ লোকমান দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর যাবৎ আমিরাতের একটি কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ করে আসছেন। বাড়িতে তার দুটি শিশুসন্তান রয়েছে।

মোহাম্মদ লোকমান হোসেনের বাবার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামে।

মোহাম্মদ লোকমান হোসেনকে সাহায্য করার জন্য যোগযোগ করতে পারেন তার ভাই মোহাম্মদ ওসমানের সঙ্গে। তার মোবাইল নম্বর : ০০৯৭১৫৫৯৩৮৪২৩৬।

জেডএ/আরআইপি