ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কাতারে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ০২:১৬ এএম, ৩১ ডিসেম্বর ২০১৬

প্রবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে গঠিত ৫১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কাতার শাখার উদ্যোগে বাংলাদেশের ৪৬তম মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহার একটি রেস্তোরাঁয় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা দৌলত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বাবু রূপণ শর্মার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি শহিদ উল্ল্যা হায়দার, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আলম চৌধুরী, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাপুর রহমান বাবু, প্রচার সম্পাদক বিপ্লব শর্মা, কাতার আওয়ামী লীগ সভাপতি শামসুউদ্দিন মন্ডল, কাতার আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম, কাতার বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা অহিদ ভূঁইয়া প্রমুখ।

বক্তারা প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শের আলোকে আদর্শিক রাজনীতির চর্চা ও শেখ হাসিনার ভিশন-২০২১ কাতার প্রবাসীদের কাছে তুলে ধরতে সবাইকে আহ্বান জানান।

এআরএস/এমএস