ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

পর্তুগাল বিএনপির বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পর্তুগাল শাখার উদ্যোগে ৪৬তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায়লিসবনের বেনফরমসো ফুড গার্ডেন রেস্টুরেন্টের হলরুমে বিজয় দিবস উদযাপন ও অালোচনা সভার অায়োজন করা হয়।

পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক অামির সোহেলের সঞ্চালনায় কোরঅান থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান বক্তা পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন তার বক্তব্যে দেশে গনতন্ত্র পুনরুদ্ধার ও শান্তি প্রতিষ্ঠায় বর্তমান সরকার পতনের চূড়ান্ত লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য প্রবাসে থেকে কার্যক্রম অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মূল আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- পর্তুগাল বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী এমদাদ মিয়া, জহির আলী, মুকিতুর রহমান সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, শেখ খালেদ মিনহাজ, আলী আহমেদ, সাইফুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ লিটন কাদেরী, ওমর ফারুক লিটন অ্যাড.শামসুদ্দীন হায়দর, আব্দুল ওয়াহিদ চৌধুরী, আশরাফুল ইসলাম হাসিব, অলিউর রহমান সানি প্রমুখ। এছাড়াও ইসলামিক ফোরাম ইউরোপের নেতা সুলেমান মিয়া ও মোশাররফ হোসেন অনুষ্ঠানে অংশ নেন।

এআরএস/পিআর