ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

প্রথমবারের মতো জেদ্দা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘প্রাণ’

প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ প্রথমবারের মতো অংশ নিয়েছে জেদ্দা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এটি এ মেলার ২৮তম আসর।  

২০ ডিসেম্বর জেদ্দা সেন্টার ফর ফোরামস অ্যান্ড ইভেন্টসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চার দিনব্যাপী এই মেলায় চলছে প্রাণসহ বাংলাদেশি পণ্যের প্রচার-প্রচারণা।

আন্তর্জাতিক এ মেলায় প্রাণসহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরের ৮টি ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করছে।

প্রাণ-এর জেনারেল ম্যানেজার (এক্সপোর্ট-সৌদি আরব) মামুন উর রশিদ বলেন, মেলায় আগত দর্শনার্থীদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও প্রাণ-এর ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে মনে করি।

তিনি আরো বলেন, আমরা এই মেলার মধ্য দিয়ে স্পাইস ও কিউলিনারি নতুন ব্র্যান্ড ‘মুঘল’ লঞ্চিং করেছি। ভোক্তাদের চাহিদা ও পছন্দের উপর ভিত্তি করেই বাজারজাত করা হচ্ছে এ পণ্য।

জুস এবং ড্রিংকস, স্পাইস, কিউলিনারি, কনফেকশনারি, বেকারি ও স্ন্যাক্স ক্যাটাগরি পণ্য নিয়ে প্রাণ এ মেলায় অংশ নিয়েছে। মেলায় প্রাণ-এর ২টি স্টল রয়েছে।  

মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি এ কোম্পানির শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে জেদ্দার এ মেলা ব্যাপক ভূমিকা রাখবে।

এনএফ/এমএস