ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশির গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৩ ডিসেম্বর ২০১৬

মালয়েশিয়ার সেলাঙ্গুর প্রদেশের সেরেম্বান জেলার নিলাই শহর থেকে এক প্রবাসী বাংলাদেশির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নিলাই পুলিশ।

নিহত ব্যক্তির নাম বিলাল হোসেন। তার বয়স আনুমানিক ৩০। বিলালের বাড়ি কোন জেলায় জানা যায়নি। তার মরদেহ তুয়াংকু জাফর হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শুক্রবার মালয়েশিয়ান ইংরেজি পত্রিকা এনএসটি (নিউ স্ট্রেইটস টাইমস অনলাইন) নিলাই পুলিশ সুপারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।

নিলাই জেলা পুলিশের প্রধান কর্মকর্তা জালদিনো জালুদিন বলেন, ‘নিহতের গলায় ছুরির কাটা দাগ রয়েছে। এটি হত্যা বলে মামলা নথিভুক্ত করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।’

নিলাই এর চেমপাকা পুরি ফ্ল্যাটের একটি ইউনিট থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিলালের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জালদিনো আরও বলেন, ‘নিহত বিলাল হোসেন কোনো চাকরিতে ছিলেন না বলে প্রাথমিক তদন্তে  জানা গেছে। তিনি একই ফ্ল্যাটে আরেকজন রুমমেট নিয়ে থাকতেন।’

ঘটনার পর থেকে রুমমেট উধাও বলে পুলিশ জানিয়েছে। নিলাই জেলা পুলিশ ৩০২ ধারায় হত্যা মামলা করেছে। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।

জেএইচ/আরআইপি