ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শেষ হচ্ছে ডিসেম্বরে

প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৩ ডিসেম্বর ২০১৬

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধকরণের সময়সীমা শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। বৈধকরণ প্রক্রিয়ার সময় প্রথমে ৩০ জুন নির্ধারণ করা হলেও পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু করে মালয়েশিয়া সরকার।

জানা গেছে, যেসব মালিক বা কোম্পানিতে অবৈধ কর্মী রয়েছে তাদের নিয়োগ প্রকল্পের আওতায় এনে বৈধ করতে হবে। এজন্য অভিবাসী শ্রমিকদের কয়েকটি গ্রুপে ভাগ করে বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেয়া হয়। মালয়েশিয়া শ্রমিক বৈধকরণে এটিই সবচেয়ে দীর্ঘ সময়সীমা।  

বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণের দায়িত্ব পায় মাই ইজি (সুবম) নামক একটি সংস্থা। এ পর্যন্ত কতজন বাংলাদেশি নিবন্ধন করেছে এ তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ না করলেও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এখনও ২.২ মিলিয়ন শ্রমিক নিবন্ধন করেনি।

এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার কাউন্সিলর সায়েদুল ইসলাম জাগো নিউজকে জানান, মালয়েশিয়া সরকার বৈধকরণ প্রক্রিয়ার সময় ৩০ জুন নির্ধারণ করলেও হাইকমিশনার মো. শহিদুল ইসলাম দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বৃদ্ধি করেন।

যাতে বাংলাদেশি শ্রমিকরা এ প্রক্রিয়ায় বাদ না পড়ে। তাই দ্রুত নিবন্ধন করতে বাংলাদেশি শ্রমিকদের আহ্বান জানান তিনি।

তিনি আরো জানান, বিভিন্ন কারণে কয়েক হাজার বাংলাদেশি বৈধ হতে আবেদন করেননি। কারণ  মালয়েশিয়া সরকার বিভিন্ন ক্যাটাগরিতে যাদের বৈধ হতে আবেদন করতে বলেছে তারা ওই ক্যাটাগরির মধ্যে পড়েনি।

এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, যারা পুনর্নিবন্ধনে অংশ নিচ্ছে না এবং যে কোম্পানির মালিক অবৈধ শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে মালয়েশিয়ার সরকার। অবৈধ শ্রমিক পাওয়া গেলে মালিকপক্ষ ও কর্মচারীকে জরিমানাসহ কারাদণ্ড দেয়া হবে।  

এএইচ/আরআইপি

আরও পড়ুন