ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কাতারে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির অভিষেক

প্রকাশিত: ০২:১২ এএম, ২৬ নভেম্বর ২০১৬

কাতারে সিলেট ফেঞ্চুগঞ্জের পাঁচ হাজার প্রবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে অভিষেক হয়েছে কাতার ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় নাজমা রমনা রেস্টুরেন্টে এই অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লিমন শাহের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন, নজরুল ইসলাম, কপিল উদ্দিন, ওমর ফারুক চৌধুরী, হাজী বাশার সরকার, হাবিবুল ইসলাম এনাম, এহসানুর রহমান ইরাক ও ইব্রাহিম হাকিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কাতারে অবস্থানরত ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের পাঁচ হাজার কাতার প্রবাসী সম্মিলিতভাবে সিলেট ফেঞ্চুগঞ্জের উন্নয়নে কাজ করে যাবে।

এআরএস