মালয়েশিয়ার জলসীমায় ২০ বাংলাদেশি আটক
নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশের সময় ২০ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নৌ-পুলিশ।
মঙ্গলবার কুয়ালা সুংগাই বেগান তেংকোরাক এলাকা থেকে তাদের আটক করা হয়। মালয়োশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা ও মালয় মেইল বুধবার এ সংবাদ প্রকাশ করেছে।
পোর্ট ক্লাং নৌ-পুলিশের কর্মকর্তা রোহাইজাদ মো. নাসিরের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, নৌকাটি ইন্দোনেশিয়া থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করে। আরোহীদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
উল্লেখ্য, গত ২০১৫ সালে বাংলাদেশ থেকে এভাবে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার পথে আটক হন সহস্রাধিক বাংলাদেশি। দালালের খপ্পরে পড়ে ক্ষুধা-তৃষ্ণায় পথেই মৃত্যু হয় তাদের অনেকের। সে ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে।
এসএইচএস/এবিএস