ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

জহুর বারুতে ১১ বাংলাদেশিসহ ৪৬ জন আটক

প্রকাশিত: ১১:০৪ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

মালয়েশিয়ার জহুর বারুতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে স্থানীয় ইমিগ্রেশন পুলিশ। এরই অংশ হিসাবে গত ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
 
এর মধ্যে ১১ জন বাংলাদেশি, ৮ জন ভারতীয় ও ৭ জন পাকিস্তানি রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৫০ এর কোঠায়। ইমিগ্রেশন সূত্রে এই সংবাদ জানা গেছে।  

অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের প্রধান মাসরি আব্দুল বলেন, জহুর বারুর সুঙ্গাই কাপাল নামক স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

তাদের অনেকেই উপযুক্ত কাগজপত্র ছাড়াই কাজের মেয়াদোত্তীর্ণ ও ভুয়া অনুমতিপত্র এবং,  অবৈধ লাইসেন্স ব্যবহার করে সেখানে ব্যবসা পরিচালনা করছিলেন বলে এ ইমিগ্রেশন কর্মকর্তা জানান।

মাসরি আব্দুল আরো বলেন, আটককৃতরা ভুয়া অনুমতিপত্র, মেয়াদোত্তীর্ণ ভিসা ও অবৈধ লাইসেন্স ব্যবহার করে সেখানে অবস্থান করছিল। একারণে তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনার জন্য জহুর বারুর সেতিয়া ট্রপিকাস্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

এমএমজেড/এমএস