ইতালিতে বাংলাদেশির মৃত্যু
ইতালির নাপলিতে মোহাম্মদ তরিকুল ইসলাম বাবুল (৩৭) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী মারা গেছেন। সোমবার ঈদের দিন সকালে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, ৪ সেপ্টেম্বর বাবুল হার্টস্ট্রোক করে হাসাপাতলে ভর্তি হন। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঈদের দিন সকালে না ফেরার দেশে চলে যান।
মৃত্যুকালে তিনি মা, বাবা, এক শিশু কন্যা (৩), দুই ভাই, এক বোন ও স্ত্রী রেখে গেছেন।
ইতালির ব্রেসিয়া বাংলাদেশ সমিতির সাংস্কৃতিক সম্পাদক একে সাইফুদ্দদিন শামিম জানান, বাবুল কুমিল্লার মুরাদনগর সদরের মাস্টার পাড়ার মোহাম্মদ ওসমান আলির দ্বিতীয় ছেলে।
দীর্ঘ দশ-এগারো বছর যাবত তিনি ইতালিতে আছেন। অনেক বাংলাদেশি তার সহযোগিতায় ইতালিতে এসেছেন। বাবুলের মা-বাবা বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরবে আছেন। বাবুল নাপলিতে গার্মেন্টস ব্যাবসার সঙ্গে জড়িত ছিলেন।
এসএইচএস