ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আইক্যাব সম্মলনে যোগ দিতে মালয়েশিয়ায় এরশাদ

প্রকাশিত: ০৯:৪০ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পার্লামেন্টারি পার্টি (আইক্যাব) এর সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় অবস্থান করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।

৫ দিনের সফরে বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে সাতটায় কুয়ালামপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরন করে নেন, মালয়েশিয়া জাতীয় পার্টির সভাপতি এস এম রহমান পারভেজ, সাধারণ সম্পাদক হাওলাদার মিল্টন আহম্মেদ, ফাইজুল ইসলাম মল্লিক, এম এ খালেক জালাল, রনি ও মফিজ হালিমসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ।   

এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান ও একান্ত সচিব মেজর খালেদ আখতার (অব:)। ১লা  থেকে  ৪ সেপ্টেম্বর পর্যন্ত কুয়ালামপুরে অনুষ্ঠেয় আইক্যাব সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন। সম্মেলন উদ্বোধন করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

এআরএস/এবিএস