ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে মহিলা সংস্থার বনভোজন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:২৫ এএম, ২১ আগস্ট ২০১৬

ইতালিতে সদ্য প্রকাশিত নারী সংগঠন মহিলা সংস্থার উদ্যোগে বনভোজন উদযাপিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) আনন্দঘন পরিবেশে রোমের অদূরে পর্যটন শহর লাগো দি পিয়েদিলুকোতে (তেরনি দীঘি) এ বনভোজন অনুষ্ঠিত হয়।

প্রবাসে যান্ত্রিক জীবনে একটু আনন্দের পরশ নিতে এ বনভোজনের উদ্যোগ নেয় মহিলা সংস্থা। গ্রীষ্মের ছুটি হিসেবে প্রবাসীরা সপরিবারে এতে অংশ নেন। যাত্রাপথে বাসের মধ্যে গান, কৌতুকসহ ভিন্ন রকম উল্লাসে মেতে ওঠেন সবাই।

নারী সংগঠনের সভাপতি শান্তা সিকদার ও সৈয়দা মাসুদা আক্তারের আমন্ত্রণে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, মহিলা সংস্থার সহ-সভাপতি সানজিদা আহমেদ, মৌসুমী মৃধা, জেসমিন সুলতানা মিরা, সহ-সাধারণ সম্পাদক রেহানা পারভিন ঝর্ণা, সাংগঠনিক সম্পাদক রূপালী গমেজ, সহ-সাংগঠনিক মাকসুদা আক্তার, ঢাকা মহিলা সমিতি সম্পাদক সায়রা হোসেন রানী, প্রচার সম্পাদক মুহিব হাসান, বাংলাদেশ মহিলা সমিতির সহ-সভাপতি বিথী স্বপন, মহিলা সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি লাভলী শরীফ প্রমুখ।

italy

বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘের সভাপতি অলি উদ্দীন শামীম ও প্লাস পয়েন্ট ট্রাভেলসের কর্ণধার জসিম উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রসুল কিটন, জিয়াউল হক জিয়া, শরীফ ভূইয়া বাবু, স্বপন মিয়া, মহিলা নেত্রী সৈয়দ রুনু, হাজী সুইটসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

বিকেলে মহিলাদের বালিশ খেলা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা সমিতির সৌজন্যে তিনজন বিজয়ীকে এবং মো. বাতেন লিটল ইন্ডিয়ার পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। তারপর র্যাফল ড্র হলে লটারি মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিএ/পিআর