মালয়েশিয়ায় ৫৭ বাংলাদেশিসহ দুই হাজার অবৈধ শ্রমিক আটক
মালয়েশিয়ার মালাক্কা ও সারওয়াকে প্রদেশে ৫৭ জন বাংলাদেশিসহ প্রায় দুই হাজার অবৈধ শ্রমিক আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
মালাক্কার তেঙ্গার সহকারী পুলিশ কমিশনার শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ জানান, পুলিশ, স্বেচ্ছাসেবক কর্মী ও ইমিগ্রেশন অফিসারের সহায়তায় মালাক্কা সেন্ট্রাল বাস টার্মিনাল, দোকান, শপিংমল এবং রাস্তায় চলাচল করা প্রতিটি যানবাহনে তল্লাশী চালিয়ে রোববার এসব বিদেশি শ্রমিকদের আটক করা হয়েছে। এসব শ্রমিকের কাছে কোন ধরনের বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক দেখানো হয়েছে।
এদিকে সারওয়াকের ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে গত মঙ্গল ও বুধবার টানা দুই দিন অবৈধ শ্রমিকদের ধরতে অভিযান চলে। এই প্রদেশ থেকে ৩৩ জন বাংলাদেশি, ৯৮ জন মালয়েশিয়ান ও ১৭২ জন ইন্দোনেশিয়ার নাগরিককে আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, অবৈধ অভিবাসীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এআরএস/এমএস