ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩১ অভিবাসী আটক

প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৬ জুলাই ২০১৬

অভিবাসন আইন অমান্যের দায়ে বাংলাদেশিসহ ৩১ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। দেশটির সমুদ্র বেষ্টিত তেরেঙ্গানু শহরের তিন জায়গায় ৭ ঘণ্টার অভিযানে  তাদের আটক করা হয়। এরমধ্যে  ১ জন ইন্দোনেশিয়ান নারীও রয়েছেন।

সোমবার  ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট অফিসার মোহাম্মদ মুদা বলেন, মারাংয়ের কামপুং পেরতাকের একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ওই ইন্দোনেশিয়ান নারীকে আটক করা হয়।

তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তারা ওই নির্মাণ সাইটে ৩২ জনকে যাচাই করেন- যার মধ্যে ওই নারীসহ ১৫ জনকে আটক করা হয়। বাকিদের মধ্যে মায়ানমার, বাংলাদেশ এবং নেপালেরও নাগরিক রয়েছে। আটককৃত প্রত্যেকেই ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯-এর সেকশন ৬ (১)(সি) ভঙ্গ করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। ’

তিনি আরো জানান, অন্য আরেকটি দল সেতিউতে একটি স’মিলে অভিযান চালিয়ে ১৬ জনের কাগজপত্র যাচাই করেন। এর মধ্যে ২ নেপালিকে আটক করা হয়। ভিসা অনুযায়ী তাদের কৃষি কাজের অনুমতি রয়েছে, স’মিলে নয়।

মুদা আরও বলেন, তৃতীয় দলটি হুলু তেরেঙ্গানুতে অপর একটি স’মিলে অভিযান চালিয়ে আট জনকে যাচাই করে  ইন্দোনেশিয়ার ৪ নাগরিককে আটক করে।

এমএমজেড/পিআর